অমিতাভের দেহে সফল অস্ত্রোপচার
এসবিডি নিউজ২৪ ডট কম,ডেক্সঃ অমিতাভ বচ্চনের পাকস্থলীর সমস্যা দীর্ঘদিনের। সেই ১৯৮২ সালের সুপারহিট ছবি ‘কুলি’তে একটি অ্যাকশন শুটিংয়ে অংশ নিতে গিয়ে তলপেটে আঘাত পেয়েছিলেন অমিতাভ। তারপর থেকেই তার পাকস্থলীতে সমস্যা দেখা দিয়ে আসছে। বিভিন্ন সময় এর চিকিৎসার জন্য স্পেশালিস্টদের কাছেও গেছেন। কিন্তু স্থায়ী সমাধান পান নি। আঘাত পাওয়ার ৩০ বছর পর অবশেষে অমিতভ বচ্চনের পাকস্থলীতে সার্জারি করা হয়েছে। মুম্বইয়ের সেভেন হিল হাসপাতালে ১০ ফেব্রুয়ারি শুক্রবার রাতে বিগবি অমিতাভ বচ্চনের পাকস্থলীতে সার্জারি করা হয়। সার্জারি সফল হয়েছে বলে গেছে বলে জানা গেছে। বর্তমানে অমিতাভ বচ্চর হাসপাতালের কেবিনে সম্পূর্ণ বিশ্রামে রয়েছেন। সার্জারির পর অমিতাভ বচ্চনের অবস্থা জানিয়ে তার পুত্র অভিষেক টুইটার বার্তায় লিখেছেন, বাবার পাকস্থলীর সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি ভাল আছেন। তবে কিছু সময় তিনি বিশ্রামে থাকবেন। বাবার পুরোপুরি সুস্থতার জন্য শুভাকাঙ্খীদের কাছে দোয়া চাই। সার্জারির টেলিলে যাওয়ার আগে অমিতাভ বচ্চন ভক্তদের উদ্দেশ্যে ব্লগে পাঠানো বার্তায় জানিয়েছিলেন, মুম্বইয়ের সেভেন হিল হাসপাতালে একটি সার্জারি করতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে বিপদের কোনো সম্ভাবনা নেই বলে তারা আশ্বাস দিয়েছেন। তবুও শুভাকাঙ্খীদের কাছে আমি দোয়া প্রার্থী।