তাজউদ্দীনের নাতিকে নির্যাতনঃ ৫ পুলিশ কর্মকর্তাকে আদালতে হাজিরের নির্দেশ
আনিসুর রহমান রুপু,এসবিডি নিউজ২৪ ডট কমঃ
বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নাতি রাকিব হোসেনকে পেটানোর ঘটনায় পুলিশের পাঁচ কর্মকর্তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ওই ঘটনায় তাঁদের ভূমিকা ব্যাখ্যা করতে ১৬ ফেব্রুয়ারি তাঁদের সশরীরে হাজির হতে বলা হয়েছে।
পুলিশের এই পাঁচ কর্মকর্তা হলেন: পুলিশের গুলশান বিভাগের ডিসি লুত্ফুল কবির, এসি আশরাফুল আজিম, গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম, উপপরিদর্শক (এসআই) সৌমেন বড়ুয়া ও মোস্তাফিজুর রহমান। আজ রোববার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ ওই নির্দেশের পাশাপাশি স্বতঃপ্রণোদিত হয়ে রুলও জারি করেন।
ওই ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে। ১০ দিনের মধ্যে স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। এ ছাড়া আদালত রাকিব হোসেনের চিকিত্সা-সংক্রান্ত তথ্যাদি ১৬ ফেব্রুয়ারির আগে দাখিল করতে ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) নির্দেশ দিয়েছেন।
প্রসঙ্গত, রাকিবের পরিবারের অভিযোগ, বিনা অপরাধে গুলশান এলাকায় পুলিশ রাকিবের সঙ্গে খারাপ আচরণ করে এবং টানাহেঁচড়া করে থানায় নিয়ে তিন ঘণ্টা আটকে রেখে নির্যাতন করে। এ লেভেলে পড়ুয়া ১৯ বছর বয়সী রাকিব বর্তমানে ইউনাইটেড হাসপাতালে চিকিত্সাধীন আছেন।
রাকিব আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জোহরা তাজউদ্দীনের নাতি এবং তাঁর মামা সোহেল তাজ বর্তমান সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার চৌধুরী লুত্ফুল কবির আজ রোববার সকালে এসবিডি নিউজ২৪ ডট কম কে বলেন, গতকাল শনিবার রাতে গুলশান থানার দুই উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান ও সৌমেন বড়ুয়াকে প্রত্যাহার করে রাজারবাগ পুলিশলাইনে সংযুক্ত করা হয়েছে।