উৎসব মুখর পরিবেশে বসন্ত বরণ ঢাবি ক্যাম্পাসে

উৎসব মুখর পরিবেশে বসন্ত বরণ ঢাবি ক্যাম্পাসে

মাহবুব আলাম, এসবিডি নিউজ২৪ ডট কমঃ লা ফাল্গুন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় আজ সারা দিন যেন জনসমুদ্রে পরিণত হয়ে উঠেছিল। সর্বত্র উৎসবের আমেজ। চারুকলায় কেন্দ্রীয় বসন্ত উৎসব অনুষ্ঠান শুরু হয় সকাল ৯.৩০ মিনিট থেকে। আবার বিরতির পর দুপুর ৩টায় শুরু হয় বসন্ত বরণ অনুষ্ঠান। এছাড়া কলাভবনের সামনে সমগীত বসন্ত উৎসব ১৪১৮ সারাদিন ব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেন।তবে এই বসন্ত আয়োজনের মাঝে খানিকটা বিষাদের ছায়াপাত করে সাংবাদিক দম্পতির হত্যাকান্ডের প্রতিবাদে আয়োজিত মানববন্ধন।অনুষ্ঠানে অংশগ্রহণকারী সবাই মানববন্ধনে সংহতি প্রকাশ করেন। বিচার দাবী করেন এই নির্মম হত্যাকান্ডের।  বইমেলায় বসন্ত আজ নতুন মাত্রা সংযুক্ত করেছে। নানা বয়সের মানুষের ভিড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সৃষ্টি হয় উৎসব। বাংলা বিভাগের শিক্ষার্থীদের বিপুল আগ্রহের কারণে বিভাগের শিক্ষক অধ্যাপক বেগম আকতার কামাল বসন্তের নতুন দিনে জীবনানন্দ দাশের কবিতা পাঠ করেন এম.এ শ্রেণীতে। হলুদ আর হলুদের সমারোহ সর্বত্র। বসন্ত উৎসব আলোড়িত করেছে ঢাবি ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীকে। এ বিষয়ে জানতে চাইলে বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের ছাত্রী পার্বতী বলেন যে বসন্ত উৎসব মানে ক্যাম্পাসে নতুন রূপে চেনা প্রকৃতিকে। চারুকলার সামনে কিংবা কেন্দ্রীয় লাইব্রেরী চত্ত্বরে সর্বত্রই ফুলে ফুলে সাজানো। সকলে আনমনে নিজেকে হলুদ শাড়ি আর হলুদ গাদা ফুলে সাজিয়ে নিচ্ছে নিবিড়ভাবে। ছবি তোলায় ব্যস্ত সহপাঠী বন্ধু-বান্ধবদের সাথে।সারা দিনের হইচই শেষে ক্লান্তদেহে ফিরে যাচ্ছে সবাই সারাদিনের সুখময় স্মৃতিকে সাথে নিয়ে।


বার্তা সম্পাদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।