৬৫ বছর হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর হচ্ছে। ১৩ ফেব্রুয়ারী পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক (অবসর গ্রহণ) (বিশেষ বিধান) আইন ২০১২-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। বর্তমানে শুধু ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অবসরের বয়স ৬৫ বছর। অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তা ৬০ বছর। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করেন।
মোশাররাফ হোসেন বলেন, তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজস্ব বিধান অনুযায়ী চাকরির বয়স বাড়াতে পারে। কিন্তু এখন সব বিশ্ববিদ্যালয়ে এ ক্ষেত্রে সামঞ্জস্য আনার জন্য এই আইন করা হয়েছে।
মন্ত্রিসভার বৈঠকে বিদ্যুৎ খাতের উন্নয়ন নিয়ে অবহিত করা হয়েছে। ২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর থেকে এ পর্যন্ত দুই হাজার ৯৪৪ মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বিদ্যুৎ উত্পাদনের জন্য এ সরকার ৫২টি চুক্তি সই করেছে। বৈঠকে আরও জানানো হয়, বিদ্যুতের প্রতি ইউনিটে উত্পাদন খরচ সাড়ে পাঁচ টাকা। কিন্তু বিক্রি করা হয় তিন টাকা ৭৪ পয়সায়। ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কার তুলনায় আমাদের দেশে বিদ্যুতের দাম কম। এ ছাড়া বৈঠকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও রুনি এবং বিশিষ্ট অভিনেতা হুমায়ুন ফরীদির মৃত্যুতে শোকপ্রস্তাব গৃহীত হয়।