৬ উইকেটে ঢাকার জয়।। পোলার্ড-স্টিফেনসের অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি
ক্রীড়া প্রতিনিধি,এসবিডি নিউজ২৪ ডট কমঃ প্রথম ম্যাচে হার। গতকাল অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে জয়। বিপিএল টি-টোয়েন্টি প্রতিযোগিতায় নিজেদের তৃতীয় ম্যাচে আজ আরেকটি জয়ের দেখা পেয়েছে ঢাকা গ্ল্যাডিয়েটরস। চিটাগং কিংসের বিপক্ষে আজ ঢাকার জয়টা ৬ উইকেটে। জয় পেতে ১৫৪ রানের প্রয়োজন ছিল ঢাকার। এ লক্ষ্যে খেলতে নেমে শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল দলটি। তবে সেই বিপর্যয় কাটিয়ে ঢাকার জয় নিশ্চিত করে পোলার্ড-স্টিফেনসের অবিচ্ছিন্ন ৯৫ রানের জুটি।
দলীয় ৬১ রানের মধ্যে প্রথম চারটি উইকেটের পতন হয়েছিল ঢাকার। প্রতিপক্ষ চিটাগং যখন জয়ের স্বপ্নে বিভোর, তখনই বাধা হয়ে দাঁড়ান পোলার্ড-স্টিফেনস। ১ ওভার বাকি থাকতেই ঢাকার জয় নিশ্চিত করে পোলার্ড ৫০ ও স্টিফেনস ৪৩ রানে অপরাজিত থাকেন।
এ ম্যাচে শুরুটা দুর্দান্ত হয়েছিল চিটাগং কিংসের। পাঁচ ওভারের মধ্যে দলকে পঞ্চাশের কাছাকাছি পৌঁছে দিয়েছিলেন জামশেদ ও জহুরুল। কিন্তু জহুরুল রান আউট হয়ে গেলে সে যাত্রায় ছন্দপতন ঘটে। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৫৩ রান তুলতে সক্ষম হয় বন্দর নগরীর এই ফ্র্যাঞ্চাইজি।