বগুড়ায় মাদ্রাসা সুপার সহ ২ শিক্ষার্থী আটক
চপল সাহা, বিশেষ প্রতিনিধি, এসবিডি নিউজ২৪ ডট কমঃ বগুড়ার শিবগঞ্জ উপজেলার আলিয়ারহাট ডি,ইউ,এস ফাযিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে ছাত্র/ছাত্রীদের নাম পরিবর্তন করে ভূয়া কাগজপত্র দেখিয়ে রেজিষ্ট্রেশন করার অভিযোগে মাদ্রাসা সুপার সহ ২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
জানা যায়, উপজেলার কিচক ইউনিয়নের ধারিয়া গাংগইট দাখিল মাদ্রাসার সুপার মোঃ শাহজাহান আলী, ঐ মাদ্রাসার ২জন শিক্ষার্থীর প্রকৃত নাম আড়াল করে ভূয়া নাম দেখিয়ে রেজিষ্ট্রেশন করার অভিযোগে ২শিক্ষার্থীকে আরবী ২য় পত্র পরীক্ষা চলাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লুৎফর রহমান তাৎক্ষনিক পরীক্ষা কেন্দ্রে ছুটে যান এবং প্রবেশ পত্র যাচাই বাছাই ও পরীক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করার পর জানাতে পারেন তাদের নামের সঙ্গে প্রবেশ পত্রে শিক্ষার্থীর কোন মিল নেই। আরও জানা গেছে শিক্ষার্থী আবু সাইদ এর নামের পরিবর্তে রেজিষ্ট্রেশনে দেখানো হয়েছে সুলতান মাহমুদ, জুলেখার পরিবর্তে রেজিষ্ট্রেশনে নাম পরিবর্তন করে দেখানো হয়েছে রেশমিত তারা । প্রকৃত নাম গোপন রেখে ভূয়া নাম সাজিয়ে রেজিষ্ট্রেশন করার অভিযোগে তাৎক্ষনিক উপজেলা নির্বাহী কর্মকর্তা মাদ্রাসার সুপার সহ ২ শিক্ষার্থীকে আটক করে থানায় নিয়ে আসে। এব্যাপারে আলিয়ারহাট ডি.ইউ.এস ফাযিল মাদ্রাসার সুপার ও কেন্দ্র সচিব মোঃ আব্দুস সালাম এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিল না যদি জানতাম তবে উর্দ্ধতন কর্মকর্তাদেরকে বিষয়টি জানাতাম।