বাইরের কোনো লোককে নির্বাচনে হস্তক্ষেপ করতে দেয়া যাবে নাঃ সাখাওয়াত
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ 24 ডট কমঃ ৫ বছর মেয়াদ পূর্ণ করার পর বিদায়ের প্রাক্কালে শেরে বাংলানগরস্থ নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেন, বিদ্যমান ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন করাটা হবে বেশ কঠিন। এমপিরা স্বপদে বহাল থাকলে তারা নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করবেন। কাজী রকিবউদ্দিনের নেতৃত্বাধীন ইসির সামনে কঠিন সময় বলে উল্লেখ করে তিনি বলেন, বিভক্ত দুই ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি) নির্বাচন হবে বেশ জটিল।
তিনি বলেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনে কী করতে হবে তা ইসিকে সিদ্ধান্ত নিতে হবে। এ জন্যে অন্যতম তিনটি বিষয়ে জোর দিয়ে এ কমিশনার বলেন, বাইরের কোনো লোককে নির্বাচনে হস্তক্ষেপ করতে দেয়া যাবে না। আইন প্রয়োগে কঠোর হতে হবে। ভোটারদের জন্য নির্বিঘ্ন পরিবেশ তৈরি করতে হবে। ইভিএমসহ আইনী সংস্কার এগিয়ে নেয়ার জন্য বর্তমান ইসির প্রতি আহ্বান জানান সাখাওয়াত। তবে নির্বাচন ব্যবস্থা নিয়ে নতুন কিছু এক্সপেরিমেন্ট করলে তা আরো জটিলতা বাড়াবে বলে মনে করেন তিনি। তিনি বলেন, নতুন কোন পরীক্ষা নিরীক্ষায় না গিয়ে দক্ষতার সঙ্গে আগের কমিশনের কাজের ধারাবাহিকতা ধরে রাখলেই সকলের আস্থা অর্জন সম্ভব হবে।