ঢাকার জয় ২১ রানে।। গেইলের তাণ্ডবও জেটাতে পারলো না বরিশালকে

ঢাকার জয় ২১ রানে।। গেইলের তাণ্ডবও জেটাতে পারলো না বরিশালকে

ক্রীড়া প্রতিবেদক,এসবিডি নিউজ 24 ডট কমঃ মিরপুরে তাণ্ডব চালালেন ক্রিস গেইল। ঝোড়ো গতিতে এই ক্যারিবীয় ব্যাটসম্যান তুলে নিলেন সেঞ্চুরি। ৬১ বলে খেললেন ১১৬ রানের চোখধাঁধানো এক ইনিংস। এর পরও ঢাকা গ্ল্যাডিয়েটরসের কাছে বরিশাল বার্নার্সের হার ঠেকানো গেল না।
ঢাকার জয় ২১ রানে। লড়াকু ইনিংসের পরও গেইল কেন বরিশালকে জয় এনে দিতে পারেননি—এর কারণ দুটি। প্রথমত, ঢাকা প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ২০৮ রানের পাহাড় গড়েছিল, যেটা বিপিএলের এক ইনিংসে দলীয় সর্বোচ্চ সংগ্রহ। দ্বিতীয়ত, মিথুন আলী ছাড়া কোনো ব্যাটসম্যানের কাছ থেকেই যথার্থ সহায়তা পাননি গেইল।
ঢাকার ইনিংসটা এবার দেখুন। আজহার মাহমুদ ৪৭ বলে ৭৭ রানে অপরাজিত থাকেন। ইমরান নাজির করেন ৩৫ বলে ৫৮ রান। আর কাইরন পোলার্ডের সংগ্রহ ১৫ বলে ৩৬ রান। এই সংখ্যাগুলোই দেখিয়ে দিচ্ছে, বরিশালের বোলারদের ওপর আজ কী তাণ্ডবই না চালিয়েছেন আজহার-নাজির-পোলার্ডরা।
টসে জিতে ঢাকাকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছিলেন বরিশাল বার্নার্সের অধিনায়ক শাহরিয়ার নাফীস। এই আমন্ত্রণ বরিশালের জন্য ‘কাল’ হয়ে দেখা দিতে খুব একটা সময় লাগেনি।
শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরান নাজির। সময় যতই গড়িয়েছে, বেড়েছে ঝড়ের গতিও।

ক্রীড়া প্রতিবেদক

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।