ডাকসু সচলের দাবিতে স্বাক্ষর সংগ্রহ চলছে
মাহবুব আলম,এসবিডি নিউজ 24 ডট কমঃ দীর্ঘ ২২ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) না থাকায় কঠোর আন্দোলনে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এর ধারাবাহিকতায় চলেছে স্বাক্ষর সংগ্রহ অভিযান। ডাকসু ভবনের সামনে এপর্যন্ত প্রায় ৬ হাজার শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে স্বাক্ষর করেছেন। আগামী এক সপ্তাহ এই স্বাক্ষর অভিযান চলবে। ‘ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী অধিকার মঞ্চ’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীগণ এ স্বাক্ষর সংগ্রহ অভিযান চালায়। শিক্ষার্থী অধিকার মঞ্চের মুখপত্র মওদুদ মিষ্টি ও নূরে আলম এসবিডিনিউজকে বলেন, ‘‘ডাকসু নির্বাচনের দাবির পক্ষে সাধারণ শিক্ষার্থীদের ব্যাপক সাড়া পাওয়া গেছে। প্রায় ৬,০০০ শিক্ষার্থী স্বতস্ফূর্তভাবে স্বাক্ষর প্রদান করেছেন এবং সাধারণ শিক্ষার্থীরা ডাকসুর নির্বাচনের পক্ষে আন্দোলন করার জন্য পথে নামতেও প্রস্তুত। আগামী একসপ্তাহ এই কার্যক্রম চলবে’’ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের স্বার্থেই ডাকসু নির্বাচন জরুরি বলে মনে করেন।ক্যাম্পাসে স্থিতিশীল পরিবেশ বিরাজ করছে। সেশনজট কমতে শুরু করেছে। সেরাদের সেরা শিক্ষার্থী এখানে ভর্তি হয়। তাদের মেধা-প্রতিভা ও সৃজনী ক্ষমতার বিকাশ সাধনের জন্য যথাযথ পরিবেশ সৃষ্টিই ক্যাম্পাসে সবার লক্ষ্য। এজন্য যা কিছু প্রয়োজন করতে হবে। তবে এ কাজে সরকার ও সাবেক শিক্ষার্থীসহ সব মহলের সহায়তা চাই। উপাচার্য অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু নির্বাচন অনুষ্ঠানে আগ্রহ ব্যক্ত করে বলেন, শিক্ষার্থীদের স্বার্থেই এ নির্বাচন হওয়া জরুরি। কর্তৃপক্ষ শিক্ষার মানোন্নয়ন এবং ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সমাধানে ছাত্রছাত্রীদের সক্রিয় সহায়তা চায়। নির্বাচত ছাত্র সংসদ থাকলে এ কাজ সহজ হয়ে যাবে।