দুদকের মামলা ।। খোকার বিরুদ্ধে!
নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ 24 ডট কমঃ ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) সাবেক মেয়র সাদেক হোসেন খোকার বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মামলায় খোকার বিরুদ্ধে মেয়র থাকাকালীন আরও তিনজনের সঙ্গে যোগসাজশে মোট ৩৭ লাখ ১৯ হাজার ৯০০ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
অন্য তিন আসামি হলেন বনানীর ঢাকা সিটি করপোরেশনের সুপার মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং স্থানের ব্যবস্থাপক এ এইচ এম তারেক।
১৫ ফেব্রুয়ারী রাজধানীর শাহবাগ থানায় দুদকের সহকারী পরিচালক মো. মাহবুবুল আলম বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, খোকাসহ চারজন পরস্পরের যোগসাজশে বনানীর ওই মার্কেটের বেজমেন্টে ‘কার পার্কিংয়ের’ ইজারার অর্থ আত্মসাত্ করেন। এর আগে ডিসিসির নিয়োগে দুর্নীতির অভিযোগে শাহবাগ থানায় আরও একটি মামলা করে দুদক।
উল্লেখ্য,গত বছরের ডিসেম্বরে ঢাকা সিটি করপোরেশন ভাগ করা হলে মেয়রের পদ হারান সাদেক হোসেন খোকা।