হন্ডুরাসে কারাগারে আগুনঃ নিহত ৩৫৭, মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা
এসবিডি নিউজ 24 ডট কম,ডেক্সঃ হন্ডুরাসের একটি কারাগারে দাঙ্গার পর ছড়িয়ে পড়া আগুনে অন্তত ৩৫৭ জন নিহত হয়েছে। কারা সেলগুলোতে আরো অনেক বন্দি আটকা পড়ে আছে বলে বুধবার জানিয়েছেন কর্মকর্তারা। রাজধানী তেগুচিগালপা থেকে ৭৫ কিলোমিটার উত্তরে কোমায়াগুয়া শহরের কারাগারে এ অগ্নিকাণ্ড ঘটে। দাঙ্গার পর আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন কর্মকর্তারা। কারগারটিতে প্রায় ৮শ বন্দি ছিলো।
হন্ডুরাসের এটর্নি জেনারেলের কার্যালয় থেকে বলা হয়েছে, মঙ্গলবার রাতে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে অন্তত ৩৫৭ জন নিহত হয়েছে।
এর আগে হন্ডুরাসের নিরাপত্তামন্ত্রী পম্পেয়ো বোনিলা আগুনে ২শ’রও বেশি জনের প্রাণহানি ঘটার কথা জানান। ওদিকে, স্থানীয় ফরেনসিক কর্মকর্তারা নিহতের সংখ্যা ২৭২ উল্লেখ করে। কোমায়াগুয়ার ফরেনসিক বিভাগের প্রধান লুসি মারদের বলেন, “এ তথ্য প্রাথমিক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।”
ল্যাটিন আমেরিকায় এটিই কারাগারে অন্যতম ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। বহু বন্দি সেলেই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বলে স্থানীয় বেতারের খবরে জানানো হয়েছে।
সূত্রঃ বিডি নিউজ২৪ডট কম।