আত্মশক্তিই শাশ্বত শক্তিঃ সৈয়দ আশরাফ

আত্মশক্তিই শাশ্বত শক্তিঃ সৈয়দ আশরাফ

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ 24 ডট কমঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম খালেদা জিয়ার বক্তব্যকে উদ্দেশ করে বলেছেন, ‘বেগম জিয়া অনেক কথা বলেন। কিন্তু আমরা অশ্লীল ও অযাচিত বক্তব্য দিই না। শালীনতা ও ভদ্রতা আমাদের দুর্বলতা নয়। আত্মশক্তিই শাশ্বত শক্তি। পেশিশক্তি শাশ্বত শক্তি হতে পারে না। আত্মশক্তিতে বলীয়ান হয়েই আমরা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছি এবং জয়ী হয়েছি।’

আজ বুধবার ১৫ ফেব্রুয়ারি ‘কালো দিবস’ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কেন্দ্রীয় আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আশরাফ এসব কথা বলেন। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভোটারবিহীন একদলীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই থেকে এই দিনটিকে ‘কালো দিবস’ হিসেবে আখ্যা দেয় আওয়ামী লীগ।
সৈয়দ আশরাফ বলেন, ‘রাজনীতি কোনো কুস্তি বা ১০০ মিটার দৌড়ের প্রতিযোগিতা নয়। আগামী নির্বাচনে মানুষ ভোট দিয়ে প্রমাণ করবে, কে প্রধানমন্ত্রী হবেন আর কোনো দল ক্ষমতায় যাবে। পেশিশক্তি, অত্যাচার ও ইতিহাসকে আড়াল করা—এসব কোনোকিছুই কাউকে রক্ষা করতে পারবে না।’ মুক্তিযুদ্ধের পক্ষের সব শক্তির কাছে আহ্বান জানিয়ে সৈয়দ আশরাফ বলেন, ‘আমাদের ঐক্যকে আরও সুদৃঢ় করতে হবে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকতে হবে।’

কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন মহীউদ্দীন খান আলমগীর, সতীশ চন্দ্র রায়, মাহবুব উল আলম হানিফ, খালিদ মাহমুদ চৌধুরী, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

নিজস্ব প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।