২০১৪ সালে টেলিটকের গ্রাহক হবে ৯৪ লাখঃ টেলিযোগাযোগ মন্ত্রী

২০১৪ সালে টেলিটকের গ্রাহক হবে ৯৪ লাখঃ টেলিযোগাযোগ মন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, এসবিডি নিউজ 24 ডট কমঃ তৃতীয় প্রজন্মের (থ্রি জি) চালু করা গেলে ২০১৪ সালের মধ্যে টেলিটকের গ্রাহক সংখ্যা ৯৪ লাখ হবে বলে সংসদে জানিয়েছেন টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, চীনের অর্থায়নে টু পয়েন্ট ফাইভ নেটওয়ার্ক সম্প্রসারণ প্রকল্পে আওতায় ৪৭ লাখ ৭২ হাজার এবং থ্রি জি প্রকল্পের মাধ্যমে আরও ১৭ লাখ ২৮ হাজার গ্রাহক পেতে চায় টেলিটক। দুটি প্রকল্পই দুই বছর মেয়াদি।

অপর এক প্রশ্নের উত্তরে টেলিযোগাযোগ মন্ত্রী জানান, ২০১৪ সালের মধ্যেই ফোর জি বা এলটিই প্রযুক্তি চালু করতে একটি প্রকল্প নেয়া হচ্ছে। ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পাতেই এটি অন্তর্ভুক্ত হবে।

তৃতীয় প্রজন্মের (থ্রি জি) লাইসেন্স দেয়ার ক্ষেত্রে এর আগে বিভিন্ন সময় বিউটি কনটেস্টের কথা বললেও সে অবস্থান থেকে সরে এসেছেন টেলিযোগাযোগ মন্ত্রী।

একই সঙ্গে তিনি আবারও টেলিটকের জন্যে চতুর্থ প্রজন্মের (ফোর জি) মোবাইল প্রযুক্তি চালুর প্রতিশ্রুতি দিয়েছেন।

এদিকে সম্পূরক কর্মসূচিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম ‘সন্ত্রাসবিরোধী (সংশোধন) বিল, ২০১২ ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) (সংশোধন) বিল ২০১২’র রিপোর্ট উপস্থাপন করেন।

নিজস্ব প্রতিনিধি

Related articles

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।