সাংবাদিক আবেদ খান সাক্ষ্য দিলেন সাঈদীর বিরুদ্ধে!
বিশেষ প্রতিনিধি,এসবিডি নিউজ 24 ডট কমঃ একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন সাংবাদিক আবেদ খান।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১১টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত প্রথম দফায় সাঈদীর বিরুদ্ধে জবানবন্দি দেন তিনি। আবেদ খান ট্রাইব্যুনালে বলেন, ‘একাত্তরে পিরোজপুরের পাড়েরহাট বন্দর বাজারে ব্যবসায়ী নারায়ণ সাহা, বিপদ সাহা ও মদন সাহার দোকান-বাড়িঘরে সাঈদীর নেতৃত্বে লুটপাট হয়। এ সময় তার সঙ্গে সাত সদস্যের একটি বাহিনী ছিল। তারা সবাই রাজাকার, আলবদর ও আলশাসম বাহিনীর সদস্য ছিল।’
আদালতে আবেদ খান জানান, ২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি সাঈদীসহ জামায়াতের আরও তিন নেতাকে নিয়ে সমকাল পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এ সময় তিনি সমকাল-এর সম্পাদক ছিলেন। প্রতিবেদনটি প্রকাশ হওয়ার পর তিনিসহ তিনজনের বিরুদ্ধে সাঈদী ১০ কোটি টাকার মানহানির মামলা করেন, যা আদালত খারিজ করে দিয়েছিলেন। আবেদ খান বলেন, ‘একাত্তরে জামায়াতের ভূমিকার বিষয়টি বিভিন্ন ওয়াজ মাহফিল ও কর্মকাণ্ডের মাধ্যমে দেলাওয়ার হোসাইন সাঈদী জায়েজ করার চেষ্টা করেন।’
সাঈদীর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের ২৬তম সাক্ষী হিসেবে আবেদ খান আজ সাক্ষ্য দিলেন।
সাঈদীকে নিয়ে সমকাল-এ প্রতিবেদন প্রকাশ হওয়ায় আবেদ খানকে রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষী করা হয়। বিরতি শেষে বেলা দুইটা থেকে ট্রাইব্যুনালে আবার সাক্ষ্যগ্রহণ শুরু হবে।