অষ্টম ওয়েজবোর্ডঃ শিগগিরই গঠিত হবে।। অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা দেয়া হবে নাঃ তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিনিধি,এসবিডি নিউজ 24 ডট কমঃ তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, অষ্টম সংবাদপত্র মজুরি (ওয়েজ) বোর্ড শিগগিরই গঠন করা হবে। তবে অন্তর্বর্তীকালীন মহার্ঘ ভাতা দেয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।
১৬ ফেব্রুয়ারী জাতীয় সংসদে জাফরুল ইসলাম চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী এ কথা জানান। শহীদ উদ্দীন চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) বিজ্ঞাপন প্রচার বাবদ ১৩৯ কোটি ১৫ লাখ ৬৭ হাজার ৮২৭ টাকা আয় করেছে। ওই সময়ে বেতার আয় করেছে নয় কোটি ৯২ লাখ ৬৬ হাজার টাকা।