কক্সবাজারের মহেশখালীতে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

কক্সবাজারের মহেশখালীতে গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের মহেশখালীতে আজ শুক্রবার ভোরে গণপিটুনিতে নূর মোহাম্মদ ওরফে বজল্যা নামের একজন নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠিয়েছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রণজিৎ কুমার বড়ুয়ার দাবি, নিহত নূর মোহাম্মদ ওরফে বজল্যা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে থানায় খুন, ধর্ষণসহ ১২টি মামলা আছে। তাঁর বাড়ি মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের উত্তরনলবিলে।

ঘটনা সম্পর্কে এলাকাবাসী ও পুলিশ জানায়, নূর মোহাম্মদ ওরফে বজল্যা গতকাল রাত ১২টার দিকে পূর্ব আকবর হাজিপাড়ার এক কিশোরীকে অপহরণ করে। পরে তাকে মাঝেরপাড়া বাড়ির পশ্চিমে একটি খামার বাড়িতে নেয়া হয়। কিশোরীর চিত্কারে এলাকাবাসী সেখানে জড়ো হয়ে তাকে উদ্ধার করতে যায়। নূর মোহাম্মদের লোকজন বাধা দিলে এ নিয়ে দুই পক্ষের মধ্যে দুই ঘণ্টা সংঘর্ষ হয়। এ সময় ছুরিকাঘাতে কিশোরীর বাবাসহ অন্তত ১০ জন আহত হন।

আজ ভোররাতে উত্তেজিত জনতা গণপিটুনি দিলে ঘটনাস্থলেই নূর মোহাম্মদ ওরফে বজল্যা নিহত হন। খবর পেয়ে মহেশখালী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মহেশখালী থানার ওসি রণজিৎ কুমার বড়ুয়া এসবিডি নিউজ 24 কে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

বিশেষ প্রতিনিধি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না।