বগুড়ার সারিয়াকান্দিতে ভয়াবহ আগিকান্ডঃ ১৩টি দোকান ভস্মিভূত ২০ লক্ষাধিক টাকার ক্ষতি
চপল সাহা,বগুড়া থেকে,এসবিডি নিউজ24 ডট কমঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার নারচী ইউনিয়নের নারচী বাজারে এক ভয়াবহ অগ্নিকান্ডে ২টি মার্কেটের ১৩টি দোকান পুড়ে গেছে । সারিয়াকান্দি ফায়ার সাভির্স এর দমকল বাহিনী প্রায় ১ঘন্টা সময় চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আনে ।
জানাগেছে আজ শুক্রবার দুপুরে জুম্মার নামাজের সময় নারচী বাজারের পাপ্পু সুপার মার্কেট ও বক্কর সুপার মার্কেটের ব্যবসায়ীরা দোকান ঘর বন্ধ করে জুম্মার নামাজ পড়তে যায় । এসময় বিদ্যুৎ এর সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আগুনে পাপ্পু সুপার মার্কেটের ৪টি কাপড়ের দোকান ,১টি ভিডিও দোকান, ১টি কম্পিটারের দোকান , ১টি ভূষিমালের দোকান , ১টি মুদিখানা দোকান এবং বক্কর সুপার মার্কেটে হোমিও ওষধের দোকান ১টি, কসমেষ্টিক দোকান ১টি, ভূষিমাল দোকান ২টি , কম্পিটার দোকান ১টি সম্পুর্ন পুড়ে গেছে । এতে আনুমানিক ২০লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানদাররা জানিয়েছেন। বাজারের দোকানদার রশিদ, রাজু, মিন্টু অভিযোগ করেছেন আগুন নেভাতে এসে কতিপয় সুযোগ সন্ধানী দোকানের সার্টার ভেঙ্গে মালপত্র লুটপাট করেছে ।