নাইজেরিয়ার কারাগারে হামলাঃ ২০০ বন্দী মুক্ত, নিহত ১
এসবিডি নিউজ24 ডট কম,ডেক্সঃ নাইজেরিয়ার কারাগারে বন্দুকধারীরা হামলা চালিয়ে অন্তত দু’শ বন্দীকে ছেড়ে দিয়েছে। হামলায় একজন কারারক্ষী নিহত হয়েছে। নাইজেরিয়ার এক কারা কর্মকর্তা জানিয়েছেন, মধ্যাঞ্চলীয় কোগি প্রদেশের কোতোন-কারিফি এলাকার একটি কারাগারে ওই হামলা চালানো হয়েছে।
তিনি জানান, বহুসংখ্যক বন্দুকধারী এ হামলায় অংশ নেয় তবে এ বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি। একই সঙ্গে ওই কারা কর্মকর্তা জানিয়েছেন, বোকো হারাম গতকালের এ হামলার পেছনে জড়িত বলে নাইজেরিয়া সরকার মনে করছে না।
এর আগে, ২০১০ সালে নাইজেরিয়ার বাউচি প্রদেশের একটি কারাগারে হামলা চালিয়ে বোকো হারাম সাত’শ কারাবন্দীকে ছেড়ে দিয়েছিল। তার মধ্যে সংগঠনটির বহু সদস্য ছিল। এ ছাড়া, নাইজেরিয়ার সাম্প্রতিক কিছু হামলায় বোকো হারাম জড়িত বলে অভিযোগ উঠেছে।